বিগত ২০১৪ ও ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন কমিশনের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
রোববার সুপ্রিমকোর্টের ১০ জন আইনজীবী এই রিটটি করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চে মামলাটি দায়ের করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রিটটিতে প্রধাননির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে ৯ ধারায় প্রদত্ত দায়মুক্তি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সেটি জানতে চাওয়া হয়। রিটকারী আইনজীবী মনির বলেন, ‘আইন করে নির্বাচন কমিশনকে দায়মুক্তি দেয়া হয়েছে। এই দায়মুক্তির আইনে বলা হয়েছে, এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না।’
তিনি বলেন, ‘আমারা মনে করি, এটা আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতে যদি এই দায়মুক্তির আইন অসাংবিধানিক বলে ঘোষিত হয় তাহলে দু’টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply