1. sm.khakon@gmail.com : bkantho :
আজ নতুন উপদেষ্টাদের শপথ - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

আজ নতুন উপদেষ্টাদের শপথ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন আরো চারজন। তারা হলেন-অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ শুক্রবার বিকেলে বঙ্গভবনে নিয়োগ পাওয়া নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলেছে বলে সরকারি যানবাহন অধিদফতর সূত্রে জানা গেছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার। এদিনই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান। হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রাখা হয়েছে। নতুন উপদেষ্টাদের শপথের পর এখান থেকে মন্ত্রণালয়/দফতর বণ্টন করা হবে।

আগে দায়িত্বপ্রাপ্ত ১৬ জন উপদেষ্টার মধ্যে ড. সালেহউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প, হাসান আরিফকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, মো: তৌহিদ হোসেনকে পররাষ্ট্র, সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন, শারমিন এস মুরশিদকে সমাজকল্যাণ, ফারুক-ই আজমকে মুক্তিযুদ্ধবিষয়ক, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র, সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা, আ ফ ম খালিদ হোসেনকে ধর্ম, ফরিদা আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ, নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, মো: নাহিদ ইসলামকে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD