হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। থানা ভবনটি দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলা পরিষদের একটি ভবনে সেবা কার্যক্রম চালু করা হয়েছে । বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের ফুলদিয়ে বরণ করেন, বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরী,
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম রাশিদুর রহমান অভি, বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের আরিফুল ইসলাম নয়ন, আসাদুল ও রহিজ মিয়া, নবীগঞ্জ কলেজের জুমান আহমদ ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোমান আহমদ, সিলেট এমসি কলেজের নূরে আলম কিরন প্রমুখ। ফুল দিয়ে বরণ করে নিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এ এসময় সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
গত সোমবার (০৫ আগষ্ট) আওয়ামীলীগ সরকারের পতনের পর দুর্বৃত্তদের হামলায় থানা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আতঙ্কে বানিয়াচং থানা পুলিশ শূন্য হয়ে পড়েছিল।
বৈষম্যবিরোধী আন্দেলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী সোমবার (০৫ আগষ্ট) স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ২নং ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধনমিয়া, ১নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া ও আওয়ামীলীগ নেতা জয়নাল মিয়ার নেতৃতত্বে স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংঘঠনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা করেন।
এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ঐসব নেতা থানায় ডুকে ছাত্র জনতাকে উস্কানী দিতে থাকেন । এমনকি পুলিশের বন্দুক দিয়ে গুলি করার অভিযোগ রয়েছে ধনমিয়া ও তার ভাতিজাদের বিরুদ্ধে। এঘটনায় শিক্ষার্থীসহ ৮জন প্রাণ হারান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply