1. sm.khakon@gmail.com : bkantho :
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে পারেননি কাদের সিদ্দিকী - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে পারেননি কাদের সিদ্দিকী

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাতটার দিকে শ্রদ্ধা জানাতে গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।

কাদের সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমি সকাল সাতটার দিকে ফুল দিতে গিয়েছিলাম। কিন্তু দিতে পারিনি। খুবই ভালো লেগেছে যে দু-একজন সালাম দিয়ে বলেছে, আপনি ফিরে যান। আমি গাড়ির ভেতরে ছিলাম। কয়েকজন ঢিল ছুড়েছে। লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে। তারপর আমি চলে এসেছি।’

গত ১৫-১৬ বছর আওয়ামী লীগও গায়ের জোরে চলেছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘এখনো চর দখলের মতো হচ্ছে। এসব করলে ছাত্ররা জীবন দিয়ে যে সফলতা এনেছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে।’ কেউ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে স্বীকার করলে তাঁকে স্বীকার করতে দেওয়া উচিত বলেও মনে করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD