চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা। সরকারি খরচে চিকিৎসা দেয়া হবে আন্দোলনে আহতদের। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পদে এতদিন চুক্তিভিত্তিক যত নিয়োগ হয়েছে, সেগুলোর সব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা।
এরমধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে, সেগুলো অনতিবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে রোববার (১১ আগস্ট) প্রথম কর্মদিবসে ক্ষমতাগ্রহণের পর তারা আরো বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন।
সেগুলোর মধ্যে রয়েছে
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত ও হামলায় আহত সবার তালিকা করে সরকারি খরচে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। বাজারে অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিহত করতে ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশী ছাত্র-জনতার সমর্থনে প্রতিবাদ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত বাংলাদেশী নাগরিকের মুক্তির জন্য ব্যবস্থা গ্রহণ।
এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে পুরোদমে যাত্রীবাহী ট্রেন এবং শনিবার থেকে মেট্রোরেল পুনরায় চালু করারো সিদ্ধান্ত নেয়া হয়েছে উপদেষ্টা পরিষদে।
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply