1. sm.khakon@gmail.com : bkantho :
পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে
পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সচিবালয়ে নিজ দফতরে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী (প্রধান বিচারপতি পদত্যাগ) প্রক্রিয়াটা হচ্ছে আইন উপদেষ্টা হিসেবে আমার স্বাক্ষরে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দফতরে যাবে। তিনি এখন রংপুর বা সম্ভবত বিমানে আছেন, তিনি নামার পর তার সম্মতি সাপেক্ষে এটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হবে। রাষ্ট্রপতি এটা গ্রহণ করলে কার্যকর হবে। এরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।’

কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমরা বলব না, তবে একটা জিনিস বলব, প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। কনসার্ন যারা আছেন তাদের সাথে কথা বলব। আমার মন্ত্রণালয় থেকে যদি এ বিষয়ে কোনো ভূমিকা রাখার থাকে, চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার।’

আন্দোলনকারী ছাত্রদের আপিল বিভাগের আরো কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবি ছিল, সাংবাদিকরা এই ব্যাপারে জিজ্ঞেস করলে আসিফ নজরুল বলেন, ‘আপিল বিভাগের আরো যারা আছেন, তাদের পদত্যাগের দাবির কথা আমি শুনেছি। শুনেছি অন্যান্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে আসেনি।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD