1. sm.khakon@gmail.com : bkantho :
উপদেষ্টা হিসেবে চেয়েছিলেন শিক্ষার্থীরা, যা বলেন শায়খ আহমাদুল্লাহ - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

উপদেষ্টা হিসেবে চেয়েছিলেন শিক্ষার্থীরা, যা বলেন শায়খ আহমাদুল্লাহ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীরা তার নাম প্রস্তাব করেছিলেন জানিয়েছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। তবে ওই প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেইজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

তিনি লিখেন, ‘ছাত্রদেরকে ড. খালিদ হোসেনের কথা বলি এবং তার নম্বর তাদেরকে দেই। দেশের প্রায় সব ঘরানার উলামাগণ তাকে সমর্থন করেন। আল্লাহ তার কাজ যেন সহজ করে দেন, আমরা সবাই তার জন্য দোয়া করি। প্রিয় ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন।’

স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক এই প্রত্যাশা তাদের প্রতি।’

তিনি আরো বলেন, ‘আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দু’দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন; যার উপযুক্ত আমি ছিলাম না, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে দোয়া করি, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক। নিরাপদ থাকুক আমাদের জীবন, সম্পদ, দীন ও ঈমান।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD