নতুন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো: আসাদুজ্জামান। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আদেশে তার নিয়োগের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো: আসাদুজ্জামানকে অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দেন। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মো: আসাদুজ্জামান বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। অতীতে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে যেসব মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হতো, সেখানে তাকে ভূমিকা রাখতে দেখা গেছে।
বৃহস্পতিবারই অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন এই আইনজীবী।
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply