বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভার্চুয়ালি দেয়া বক্তব্যে বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাসী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। বীর সন্তানরা যারা মরনপণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে শতশত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।
বুধবার (৭ আগস্ট) বিকলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া একথা বলেন।
দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ।
তরুণদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতির নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তরুণদের হাত শক্তিশালী করার আহবান জানিয়ে প্রতিশোধপরায়ণ না হয়ে সমাজ গড়ে তোলার আহবান জানান মিজ জিয়া।
‘ধ্বংস নয়, প্রতিশোধ-প্রতিহিংসা নয়, ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি,” যোগ করেন খালেদা জিয়া।
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply