মুন্সীগঞ্জে এক দফা আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো শতাধিক।
রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ঘটে। জানা গেছে, সকাল ৯টার দিকে পিটিআই স্কুলের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এছাড়া অন্তত ১০০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
আরো জানা গেছে, নিহত দু’জনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া গুলিবিদ্ধরা মুন্সীগঞ্জ ও ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো: আবু হেনা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ২৫ থেকে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দু’জন মৃত ছিল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply