1. sm.khakon@gmail.com : bkantho :
কমলাই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

কমলাই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে
জয়ী হলে যে অর্থনৈতিক সুবিধা দেয়ার অঙ্গিকার হ্যারিসের

এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেনি ডেমোক্র্যাটিক পার্টি। কিন্তু জনপ্রিয়তার বিচারে ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ভোটে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গেছেন কমলা! রোববার রয়টার্স-ইপসোস পরিচালিত তিন দিনের জনমত সমীক্ষায় জানা গেছে, এখনো এক শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন কমলাই।

গত সপ্তাহের সোম এবং মঙ্গলবার রয়টার্স-ইপসোসের তরফে যে জনমত সমীক্ষা চালানো হয়েছিল, তাতে আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদের জন্য প্রথম পছন্দ ছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। অন্য দিকে, ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন ৪২ শতাংশ ভোটার। রোববার শেষ হওয়া তিন দিনের আর একটি সমীক্ষায় দেখা গেল, প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থনে এখনও ৪২ শতাংশের সমর্থন রয়েছে। অন্য দিকে, কমলার ঝুলিতে রয়েছে ৪৩ শতাংশের ভোট। অর্থাৎ, এ সপ্তাহের শেষেও এগিয়ে রইলেন কমলাই। ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত ৮৭৬ জন ভোটারসহ ১০২৫ জন প্রাপ্তবয়স্কের মতামত নিয়ে অনলাইন সমীক্ষাটি করা হয়েছিল।

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। আগামী ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও নজির গড়বেন তিনি। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের দৌড় থেকে সরে দাঁড়ানোয় এখন ডেমোক্র্যাট পার্টির অন্দরে তার সম্ভাব্য উত্তরসূরি কমলা হ্যারিস, তবে এখনো ‘প্রেসিডেন্ট পদপ্রার্থী’ হিসাবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেননি ডেমোক্র্যাটরা। তার জন্য এখনো সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে।

অগস্টের ৭ তারিখ ‘পার্টি কনভেনশনে’ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং তার রানিং মেট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হবে। তবে কূটনীতিকদের মতে, প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারেন কমলাই।

কারণ প্রথমত, বাইডেন নিজে তার নাম প্রস্তাব করেছিলেন। দ্বিতীয়ত, কমলার রাজনৈতিক, প্রশাসনিক ও আইনি অভিজ্ঞতা। কমলা ছিলেন ক্যালিফোর্নিয়ার প্রথম অ-শ্বেতাঙ্গ ও প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল। শুধু তা-ই নয়, তিনি আমেরিকার প্রথম অ-শ্বেতাঙ্গ ও প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্টও। এ বার ডেমোক্র্যাটদের তরফে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘোষিত হলে আমেরিকার ইতিহাসে প্রথম বারের জন্য কোনও অ-শ্বেতাঙ্গ নারী প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD