1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব  অনুষ্টিত - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব  অনুষ্টিত

Reporter Name
  • শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার আক্রমপুর লোকনাথ আশ্রম,সদর ইউনিয়নের আদিত্যপুর লোকনাথ মন্দরে ও করগাও ইউনিয়নের বড় শাখোয়া বৈলাকীপুর সতীর্থ লোকনাথ সংঘ,সোজাপুর লােকনাথ সংঘ, মুক্তাহার লোকনাথ সংঘ, জয়নগর লোকনাথ সংঘের উদ্যোগে বিভন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে পরমপুরুষ লোকনাথ ব্রম্মচারী বাবার পাদুকা উৎসব অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানমালার মধ্যে ছিল,গীতা পাঠ,অধিবাসকৃত্য ও মঙ্গলঘট স্থাপন,অষ্টপ্রহরব্যপী হরিনাম ও লীলা সংকীর্তন দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীর্তন পরিবেশন করেন,ভারত শিলিগুড়ীর স্বর্নপদকপ্রাপ্ত কীর্তনীয়া শ্রীমতি কল্যানী দেবী,বগুগার শ্রীমতি যশোদা রানী মহন্ত,মৌলভীবাজারের প্রানেশ বিশ্বাস,জামালগঞ্জের বিধু ভূষন মজুমদার,জৈন্তাপুরের কৃষ্ণা রানী বিশ্বাস,সুনামগঞ্জের টিটু দাশ,গোয়াইনঘাটের প্রনজিত দেবনাথ,নবীগঞ্জের সম্পা দাশসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ।
উৎসব পরিদর্শন করেন,নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পচার সম্পাদক পিন্টু রায়,সদস্য শিক্ষক সুব্রত দাশ,রুপক চন্দ্র দাশ,সাংবাদিক অঞ্জন রায় সহ অন্যান্য নের্তৃবৃন্দ।
এ সময় নবীগঞ্জ লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ,সাবেক সভাপতি নিতেশ রায়, সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ,সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, উৎসব কমিটির সভাপতি দিলীপ বনিক,সাধারন সম্পাদক সুজিত পাল,অঞ্জন পুরকায়স্থ,অজিত কুমার দাশ, চারু দেব,পরিতোষ বনিক,রঞ্জু দাশ,বিধান ধর,পরিতোষ পাল, উত্তম কুমার রায়,লিটন দেবনাথ, হিমাংশু দত্ত,বসন দেবসহ অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
বড় শাখোয়া বৈলাকীপুর সতীর্থ লোকনাথ সংঘের  উপদেষ্টা শিক্ষক তপন পাল,মোহিত রঞ্জন ভট্টাচার্য্য,মৃনাল কান্তি দাশ,মংকর পাল, সভাপতি  রজত দাশ,সহ সভাপতি রিপটন দাশ,অলক কুমার দাশ, সাধারন সম্পাদক ভুপতি সুত্রধর,অর্থ সম্পাদক বিজিত দাশ,সাংগঠনিক সম্পাদক লিটন পাল,উত্তম পালসহ অন্যান্য পুজারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আদিত্যপুর লোকনাথ সেবা সংঘের উপদেষ্টা নারায়ন রায়, সুখেন্দু রায় বাবুল,ভবানী শংকর ভট্টাচার্য্য,বিধান চন্দ্র রায়,শ্যামল চক্রবর্ত্তী, এডভোকেট রাজীব কুমার দে তাপস দে, উৎসব কমিটির সভাপতি শিক্ষক গৌর চন্দ্র রায়, সহ সভাপতি শংকর চন্দ্র রায়,পরেশ চন্দ্র রায়,হিমাংশু রায়,দুলার রায়,সাধারন সম্পাদক শিক্ষক সমীরন দে পিংকু, সাংগঠনিক সম্পাদক হিতোষ রায,কোষাধ্যক্ষ অনজিত দাশ,প্রচার সম্পাদক অসিত রায়, আইন সম্পাদক সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য শুভসহ অন্যান্য পুজারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাগা বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন উৎসব পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD