সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অর্থাৎ ছয় ঘণ্টা চলবে। শনিবার অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা করে চলে অফিস।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে।
কারফিউ জারি হওয়ায় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলছে না।
ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। অর্থাৎ জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply