কোটা সংস্কারের দাবীতে আজ ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার লন্ডন সময় সকাল দশ ঘটিকায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশ ষ্টুডেন্ট এ্যাসোসিয়েশনের ব্যানারে একটি সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে।
এসময় সমাবেশ কারীরা কোটা সংস্কারের দাবী জানায়। সমাবেশে দেলওয়ার নামের এক প্রতিবাদকারী মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবী জানান। অন্যান্যরা বলেন আমারা আমরা কোটা সংস্কার নয় বাংলাদেশ সংস্কারের দাবী জানাচ্ছি।
সিন্তিয়া আরেফিন নামের এক প্রতিবাদ কারী বলেন তার বাড়ী রংপুরের পীরগঞ্জে তিনি বলেন রংপুরে আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে। আমি একই এরাকার মানুষ হিসেবে এই হত্যার প্রতিবাদ জানাতে এখানে এসেছি।
এসময় প্রতিবাদকারীরা ‘‘ ‘‘তুমি কে‘‘, ‘‘আমি কে’’ রাজাকার রাজাকার, বলে শ্লোগান দেয়। প্রতিবাদকারীদের সংখ্যা এক‘শ থেকে ১৫০ হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply