কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সরকার যেকোনো সময় সংলাপে বসতে চাইলেও আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা সংলাপে রাজি নন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’
এর আগে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার কিছু আগে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে বসব, তারা যখনই বসবে, আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটাসংস্কারেরর বিষয়ে আমরাও আন্দোলনকারীদের সাথে একমত।’
পরে বিকেল ৩টা ৬ মিনিটে এমন স্ট্যাটাস দেন হাসনাত। এদিকে, আন্দোলনরতদের ডাকা কমপ্লিট শাটডাউনে সারা দেশ থমথমে। আজ চলমান আন্দোলনে দফায় দফায় সংঘর্ষ ঘটছে। এরইমধ্যে রাজধানীতে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply