কোটা সংস্কার বিষয়ে সরকার যেকোনো সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার কিছু আগে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী আরো বলেন, সরকার এ বিষয়ে শুনানি এগিয়ে আনতে রোববার সুপ্রিম কোর্টে যাবে। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ৭ আগস্ট মামলাটি শুনানির কথা ছিল সেটা এগিয়ে আনার ব্যবস্থা নিতে। ‘আমি অ্যাটনি জেনারেলকে নির্দেশ দিয়েছি রোববার মামলা শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করতে।’
চলমান ইস্যুকে ঘিরে প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিটির ঘোষণা দিয়েছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেয়ার জন্য তৈরি করা হয়েছে। এ প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে। আমার বিশ্বাস তিনি পদক্ষেপ নেবেন।’।
আইনমন্ত্রী জানান, এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ছিল সরকারের সাথে আলোচনা করা। সরকার এতে রাজি হয়েছে। আইনমন্ত্রী বলেন, ‘মামলাটি সর্বোচ্চ আদালতে আছে। যখন মামলার শুনানি শুরু হবে তখন সরকার পক্ষ প্রস্তাব দেবে। আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব সেজন্য আপনারা বলতে পারেন আমরা কোটা সংস্কারের পক্ষে।’
পরে তিনি, ‘দেশের একজন পিতৃতুল্য নাগরিক’ হিসেবে আহ্বান জানান ছাত্ররা যেন আন্দোলন থেকে সরে যায়।এদিকে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনে’ আজ উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে। ইতোমধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply