1. sm.khakon@gmail.com : bkantho :
বাইডেন করোনায় আক্রান্ত - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

বাইডেন করোনায় আক্রান্ত

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে
বাইডেন করোনায় আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছেন, প্রেসিডেন্টের মধ্যে কোভিড-১৯-এর মৃদু লক্ষণ দেখা গেছে।

প্রেস সেক্রেটারি জ্যাঁ-পিয়ের বলেন, মার্কিন প্রেসিডেন্টকে টিকা দেয়া হয়েছে। এর আগেও তিনি দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।

৮১ বছর বয়স্ক বাইডেন বুধবার সকালে লাস ভেগাসে তার সমর্থকদের সাথে সাক্ষাত করেছিলেন, তাদের সাথে তিনি কথাও বলেন। তবে বিকেলে তিনি তার বক্তৃতা প্রদানসহ সকল কর্মসূচি বাতিল করেন।

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন। এর আগে গত জুনে ট্রাম্পের সাথে বিতর্কে খুবই খারাপ করার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। শীর্ষস্থানীয় অনেক ডেমোক্র্যাট মনে করছেন, তার পক্ষে ট্রাম্পকে হারানো সম্ভব হবে না।

প্রেস সেক্রেটারি বলেন, প্রেসিডেন্ট পরিকল্পনা করছেন, তিনি ডেলওয়ারে তার বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় থাকবেন। তবে ওই অবস্থাতেও তিনি তার সকল কর্তৃব্য পালন করে যাবেন।

প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনর বলেন, বাইডেনের সর্দি ও কাশি রয়েছে। তাকে প্যাক্সলোভিডের প্রথম ডোজ দেয়া হয়েছে।

সূত্র : বিবিসি ও সিএনএন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD