1. sm.khakon@gmail.com : bkantho :
পিটিআই কর্মকর্তা সমিতির নতুন কমিটি গঠন : আলম সভাপতি, আরিফুল সম্পাদক - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

পিটিআই কর্মকর্তা সমিতির নতুন কমিটি গঠন : আলম সভাপতি, আরিফুল সম্পাদক

বিশেষ প্রতিনিধি
  • রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪৫৮ বার পড়া হয়েছে
পিটিআই কর্মকর্তা সমিতির নতুন কমিটি গঠন : আলম সভাপতি, আরিফুল সম্পাদক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট প্রাথমিক শিক্ষা এ স্লোগানকে সামনে রেখে অদ্য ২৯ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ১৩ জুলাই, ২০২৪ খ্রি . রোজ শনিবার বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি (বাপিকস) এর কাউন্সিল অধিবেশন-২০২৪ ঢাকা পিটিআই, মিরপুর-১৩, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। পূর্বনির্ধারিত বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি উক্ত অধিবেশনে বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি (বাপিকস) এর পরবর্তী নেতৃত্ব (কমিটি) নির্বাচন করা হয়েছে।

গঠনতন্ত্র অনু্যায়ী নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পিটিআই কর্মকর্ত সমিতি (বাপিকস) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেজিষ্ট্রেশনভুক্ত একটি ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন (রেজি নং: ৮৩/স্বঃমঃ(নিঃ২), তারিখ: ১৪/০১/১৯৮৮)। বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি (বাপিকস) এর কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুস সামাদ, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাছিমা বেগম, পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঢাকা পিটিআই এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অধিবেশনে দেশের ৬৭টি পিটিআই কর্তৃক মনোনীত প্রায় ২০০ কাউন্সিলর (পিটিআই কর্মকর্তা) উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে পিটিআই কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দেশের দূর দূরান্ত থেকে অনেক কর্মকর্তা আগের দিন রাতেই ঢাকা পিটিআইতে এসে রাত্রিযাপন করেন।

সকাল ০৯:০০ ঘটিকায় কাউন্সিলরদের রেজিষ্টেশন কার্যক্রম শুরু হয়। করোনা কালীন সময় ২০২১ সালে বিগত কাউন্সিল অধিবেশন অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় বিগত কাউন্সিলে পিটিআই কর্মকর্তাগণ একত্রে মিলিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তাই এ বছর পিটিআই থেকে কাউন্সিলর হিসেবে আগত পিটিআই কর্মকর্তাগণ দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে সহকর্মীদের সাথে আনন্দ আড্ডায় মেতে উঠেন। ফলে ঢাকা পিটিআই কর্মকর্তাদের মিলন মেলায় পরিণত হয়।

দুই পর্বে অনুষ্ঠিত অধিবেশনের ১ম পর্বে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এর পরপরই অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা পিটিআই এর সুপারিনটেনডেন্ট জনাব মো: কামরুজ্জামান। তারপর ব্যাচ ভিত্তিক বিভিন্ন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে পেশাগত দাবী-দাওয়া, প্রত্যাশা ও প্রাপ্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিভিন্ন বিষয় উঠে আসে। এরপর সমিতির সাধারণ সম্পাদক মো: সেলিম সমিতির সার্বিকদিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এর পরপরই বিশেষ অতিথি ও প্রধান অতিথিগণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আব্দুস সামাদ পিটিআই কর্মকর্তাদের অধিকার সম্বলিত দাবীগুলো দ্রুত নিষ্পত্তি করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি কর্মকর্তাদের আত্মশুদ্ধি এবং দায়িত্ব কর্তব্যের ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করেন। এ প্রসংগে তিনি আরো উল্লেখ করেন অধিকার ও দায়িত্ববোধ পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এরপর সভার সভাপতি জনাব মো: শাহ আলম সরকার, সহাকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বক্তব্য প্রদান করেন।

বেলা ২:৩০ ঘটিকায় কাউন্সিল অধিবেশনের ২য় পর্বের শুরতে বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি (বাপিকস) এর সাধারণ সম্পাদক সমিতির আয়-ব্যয়ের হিসাব সম্বলিত লিখিত রিপোর্ট পেশ করেন। তারপর গঠনতন্ত্রের তিনটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হয়। উপস্থিত কাউন্সিলরগণ উক্ত সংশোধনী প্রস্তাব সম্পর্কে লিখিত মতামত প্রদান করেন। এরপর উপস্থিত কাউন্সিলরগণের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি (বাপিকস) এর পরবর্তী নেতৃত্ব নির্বাচন কীভাবে চান? আজকেই নাকি পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করে প্যানেলভুক্ত হয়ে? বিষয়টি বেশ আকর্ষনীয় ও উত্তেজনাপূর্ণ ছিল কারণ উপস্থিত কাউন্সিলরগণ এ বিষয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।

বিশেষ করে নবীন কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বেশ আগ্রহ দেখা যায় ও উত্তেজনা বিরাজ করে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা শেষে কাউন্সিলরগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিষটি নিষ্পত্তি করতে হয়। প্রাপ্ত ভোটের ফলাফল থেকে দেখা যায় অর্ধেকের সামান্য কিছু বেশি কাউন্সিলর আজকেই উপস্থিত কাউন্সিলরগণের মতামতের ভিত্তিতে পরবর্তী নেতৃত্ব (কমিটি) গঠন করার বিষয়ে মতামত প্রদান করেন।

উপস্থিত কাউন্সিলরগণের ভোটে পরবর্তী তিন বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হন জনাব মো: শাহ আলম সরকার, সহাকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (তিনি মূলত একজন পিটিআই সুপারিনটেনডেন্ট এবং বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ), সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জনাব আরিফুল হাসান, ইন্সট্রাক্টর (সাধারণ), পিটিআই, সিলেট।

তিনি বিগত দুই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন জনাব সুলতানা আফরোজা ইয়াসমিন, সহাকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (তিনি মূলত একজন পিটিআই সুপারিনটেনডেন্ট), সিনিয়র সহ সভাপতি হিসেবে আরো নির্বাচিত হন জনাব মো: সেলিম, সহকারী সুপারিনটেনডেন্ট,বরগুনা পিটিআই (তিনি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মো: আফজাল হোসেন, ইন্সট্রাক্টর (সাধারণ), শরীয়তপুর পিটিআই, এছাড়া বর্তমান কমিটির আইন সম্পাদক জনাব মোহাম্মদ জাকির হোসেন সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

কাউন্সিল অধিবেশনে নির্বাচিত নেতৃবৃন্দ গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নবনির্বাচিত নের্তৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তাঁরা কর্মকর্তাদের দাবী-দাওয়া আদায়ের পাশাপাশি মানসম্মত শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করে মানসম্মত শিক্ষক তৈরীর মাধ্যমে এসডিজি৪ এর আলোকে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD