নবীগঞ্জে অতিবৃষ্টিতে বাড়ির দেয়াল ধসে পড়ায় সময় বিদুৎস্পৃষ্ট হয়ে সায়না বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সায়না বেগম শংকরসেনা গ্রামের কনর মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায় , গত সোমবার রাতে প্রবল বৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে। মাটির দেয়ালে বিদুৎ- এর মিটার ছিল। সায়না বেগম দেয়াল থেকে বৈদ্যুতিক মিটার সরাতে গেলে বিদুৎস্পষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আতাউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন থানার এসআই সুমন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী বলেন, গজনাইপুরের শংকরসেনা গ্রামে প্রবল বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে পড়ে। দেয়ালে বিদুতের মিটার বসানো ছিল। মিটারটি সরাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে সায়না বেগমের মৃত্যু হয়। পরবর্তীতে পরিবারের সম্মতিতে লাশের দাফন সম্পন্ন করা হয়।
Leave a Reply