নবীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যকারিতা ও বহুখাত ভিত্তিক বার্ষিক কর্ম পরিকল্পনার অগ্রগতি ও মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ৩ টায় উপজেলা হাসপাতাল কনফারেন্স রোমে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডাঃ তাহেরুল ইসলাম খান।
অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সহ পরিচালক ডাঃ মোঃ আকতার হোসেন, সহ পরিচালক ডাঃ নুসরাত জাহান, উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছইফা রহমান কাকলী, ১২নং ইউপি চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান, মোঃ রুবেল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রেসক্লাবের সহ সভাপতি এম.এ মুহিত,
সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, শিক্ষা কর্মকর্তা মোঃ রোমন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম চৌধুরী, যুগ্ম সম্পাদক ক্লাস্টার কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়েজ কাউছার, উপজেলা পরিবার পরিকল্পনা বাবুল দেব, ইপিআই কর্মকর্তা সৈয়দ তোহা, প্রধান অফিস সহকারী গানিউর রহমান রাসেল প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ তাহেরুল ইসলাম খান বলেন প্রান্তিক পর্যায়ে যাতে করে পুষ্টি বিষয়ে সাধারণ মানুষ জানে এবং বুঝতে পারে সেই বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।
Leave a Reply