1. sm.khakon@gmail.com : bkantho :
অদম্য দেশপ্রেমিক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : নায়ক উজ্জল - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

অদম্য দেশপ্রেমিক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : নায়ক উজ্জল

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ
  • শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশির দশকের জনপ্রিয় মেগাস্টার চিত্র নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেছেন, পাকিস্তান হানাদার বাহিনীর অতর্কিত হামলায় দিকনির্দেশনা দিতে ব্যর্থ নেতৃত্বে জাতি যখন কিংকর্তব্যবিমূঢ় তখন তৎকালীন মেজর জিয়া মুক্তি যুদ্ধের ঘোষণা দিয়ে প্রথমে সেক্টর কমান্ডার ও পরে জেড ফোর্সের অধিনায়ক হয়ে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে বীর উত্তম খেতাব অর্জন করেন,পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অদম্য দেশ প্রেমে অক্লান্ত পরিশ্রম করে জনগণের জন্য কাজে তিনি রিয়েল হিরো প্রকৃত নায়ক হয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন।
শুক্রবার ৩১ মে  বিকালে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মুক্তিযোদ্ধার  ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচীর শেষ দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নায়ক উজ্জল  আরও বলেন,ভারতীয় চলচ্চিত্রের আগ্রাসনে এদেশের সিনেমায় যখন ধ্বস নামে তখন জিয়াউর রহমানের হাতের ছোঁয়ায় এই শিল্প আবার প্রাণ ফিরে পায়।
জিয়াউর রহমান ছিলেন আদর্শবান,নীতি-নিষ্ঠ,নিরহংকার জাতীয় স্বার্থে নিবেদিত প্রাণ একজন অকৃত্রিম খাটি বাংলাদেশী মানুষ  যার প্রথম ছিল বাংলাদেশ, শেষ ছিল বাংলাদেশ।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন কমিটির আহবায়ক মোঃ মজিবর রহমান লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৃষিবিদ ও অর্থনীতিবিদ প্রফেসার গোলাম হাফিজ কেনেডি বলেন,কর্মহীন জনগোষ্ঠীকে কর্মব্যস্ত জনশক্তিতে রুপান্তরিত করতে, উন্নয়নকর্মে সবাইকে সম্পৃক্ত করার যে নীতি শহীদ রাষ্ট্রপতি জিয়া অবলম্বন করেন, খালখনন ছিলো তারই একটি প্রতীকী কর্মসূচী।
এতে অভাবনীয় গণজাগরণের সৃষ্টি হয়েছিলে,হাজামজা,নদীনালা, খালবিল খনন-পুনর্খনন করে জলসেচের মাধ্যমে অধিক ফসল উৎপাদন সহ সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রার সূচনা হয়েছিল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোচনা সভা উপকমিটির আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান।
উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ। এ সময় জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা ও  জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বই প্রদর্শনী করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD