1. sm.khakon@gmail.com : bkantho :
বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

বাংলাকণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে
বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ মিশন শুভ সূচনা করল অস্ট্রেলিয়া। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা তুলে নিয়েছে প্রত্যাশিত জয়। ওমানকে হারিয়েছে ৩৯ রানে। কেনসিংটন ওভালে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৪ রান তুলে অজিরা। জবাবে ওমানের ইনিংস থামে ৯ উইকেটে ১২৫ রানে। বৃস্পতিবার সকালে (বাংলাদেশ সময়) বার্বাডোজের ব্রিজটাউনে মুখোমুখি হয় দু’দল।

‘অস্ট্রেলিয়াকে ভয় পায় না ওমান’ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিলাল খান এমনটাই বলেছিলেন। ম্যাচেও দেখা গেল তার ছাপ। যদিও পুরোটা সময় তা ধরে রাখতে পারেনি, তবে ১২ ওভার পর্যন্ত বেঁধে রেখেছিল তারা। মাত্র ৬৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয় অজিদের।

শেষদিকে নেমে মার্কাস স্টয়নিস ৩৬ বলে ৬৭ রানের ইনিংস না খেললে অজিদের ইনিংস থামে দেড় শ’-এর আগেই। আইসিসির সহযোগীদের বিপক্ষে সেটি না হলেও খানিকটা বোধহয় লজ্জাতেই পড়তে হতো অজিদের। ডেভিড ওয়ার্নার করেন স্বভাববিরুদ্ধ ৫১ বলে ৫৬ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১৯ রানের মাথায় ট্রাভিস হেডের উইকেট হারায় তারা। ১০ বলে ১২ করে সাজঘরে ফেরেন তিনি। সেই চাপ সামলে অবশ্য মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অজিরা।

এই জুটিতে যোগ হয় আরো ৩১ রান। দলীয় ৫০ রানের মাথায় মার্শের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ২১ বলে ১৪ করে ফেরেন অধিনায়ক মার্শ। তার বিদায়ের পরের বলেই ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। রানের খাতাই খুলতে পারেননি তিনি। দু’জনকেই ফেরান মেহের খান।

এরপর মার্কাস স্টোয়নিসকে নিয়ে দারুণ জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন ওয়ার্নার। এই দু’জনের ৬৪ বলে ১০৪ রানের জুটি ভাঙেন কলিমুল্লাহ, ফেরেন ওয়ার্নার। তবে শেষ পর্যন্ত ১৬৪ রান তুলতে পারে অজিরা।

জবাবে অজি বোলিং তোপে বেসামাল হয়ে পড়ে ওমান। ১৩ ওভারে মাত্র ৫৭ রান তুলতেই হারায় ৬ উইকেট। যেখানে আকিব ইলিয়াস (১৮) ছাড়া কেউ পারেনি দুই অঙ্কর ঘরে পৌঁছাতে। এরপর আয়ান খান ও মেহরান খানের ব্যাটে খানিকটা প্রতিরোধ গড়ে তুলে ওমান।

তবে আয়ানের ৩০ বলে ৩৬ ও মেহরান খানের ১৬ বলে ২৭ রান জয়ের জন্য যথেষ্ট হয়নি, শুধু হারের ব্যবধান কমায়। ১১ রান করেন শাকিল আহমেদ। তাতে ১২৫ রান পর্যন্ত পৌঁছায় ওমান। ৩ উইকেট নেন স্টয়নিস। জোড়া উইকেট নেন স্টার্ক, এলিস ও জাম্পা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD