হবিগঞ্জের লাখাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরের এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবা নন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন, এসময় উপজেলার বুল্লাবাজারে গাজী চালের দোকান কে ২হাজার, ভাই ভাই স্টোর ৮ হাজার, পারিন্দ্র মিষ্টির দোকান ৫ হাজার, হোটেল সোনার তরী কে ৪ হাজারটাকা অর্ধদন্ড প্রদান করেন।
অভিযানকালে সহয়াতা করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের নায়েক আলাউদ্দিন এর নেতৃত্বে একটি দল।
এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাহার উদ্দিন, ব্যকস এর সিনিয়র সভাপতি হাজী মোঃ মহসিন সাদেক, ব্যকসের সাধারন সম্পাদক জুনায়েদ চৌধুরী, ব্যকসের সাবেক সভাপতি হাজি মেলু মিয়া।
Designed by: Sylhet Host BD
Leave a Reply