1. sm.khakon@gmail.com : bkantho :
মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,যুক্তরাষ্ট্র   ||  যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে পালিত হলো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২১ ফেব্রুয়ারি |
রবিবার দিবাগত ররাত ১২ টা ১ মিনিটে সংশ্লিষ্ট রাজ্যের হেমট্রামিক সিটি  কাউন্সিল অফিসের সম্মুখস্থ মাঠে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ওই দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয় |
৫২’ সালে বাংলা ভাষার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমেই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সংশ্লিষ্ট সিটি কাউন্সিলের পক্ষে মেয়র আমির বদর গালিব, সাবেক মেয়র ডক্টর ক্যারেন মায়াস্কি,ডেপুটি মেয়র কান্সিলম্যান কামরুল হাসান, বাংলাদেশী বংশোভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নাঈম লিওন চৌধুরী, কাউন্সিলম্যান খলিল আল রেফাই,কাউন্সিলম্যান উমেন এমেন্ডা জেকোয়াস্কী,কাউন্সিলম্যান এড্যাম আল বার মাকি,সিটি নিরাপত্তা ডাইরেক্টর ম্যাক্স গ্যারবারীনো |
তারপরপরই একে পুস্পস্তবক অর্পণ করেন, মিশিগান মহানগর  আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র,মিশিগান  স্টেট্ আওয়ামীলীগ , বিএনপি মিশিগান শাখা,বাংলাদেশ এসওসিয়েশন অব মিশিগান, আসাল  মিশিগান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, হবিগঞ্জ জেলা এসওসিয়েশন,মিশিগান বঙ্গবন্ধু পরিষদ,সিলেট বিয়ানীবাজার,খাজা ট্রাস্ট অব মিশিগান,সিলেট জালালাবাদ সওসাইটি অব মিশিগান,বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগান,গে|লাপগঞ্জ সমিতি |
এসময় মেয়র আমির বদর গালিব ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস ও গুরুত্ব মিশিগান শুধু নয়,গোটা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেয়ার পাশাপাশি অতি দ্রুত সংশ্লিষ্ট সিটি কাউন্সিল অফিসের সম্মুখস্থ ময়দানে স্থায়ী শহীদ মিনার নির্মাণের কাজ শুরু করার ঘসোনা দেন |
এছাড়াও মেয়র গালিব সহ সংশ্লিষ্ট সিটি কাউন্সিলের সাবেক মেয়র,কাউন্সিলগন  এসময় জানিয়ে দেন, বাংলাভাষা ও বাংলাদেশিদেরকে তারা পছন্দ করেন | বিশ্বে বাংলা ভাষা আজ সমাদৃত |
আন্তর্জাতিক মাতৃভায়া দিবস পালনের এহেন উদ্দ্যেগকে তারা সম্মান করেন এবং আযোজকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিটি কাউন্সিল সহ আমেরিকানরা বাংলাদেশিদের পাশে থাকবে এবং এই ধরণের যে কোন কর্মসূচি পালনে তাদের সমর্থন, সহযে|গীতা অব্যাহত থাকবে |
তারা বলেন, বাংলাদেশিরা বীরের জাতি | তাই বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের উপস্থিতি |এদিকে পুস্পস্তবক অর্পনের সময় বাংলা ভাষার মর্যাদা অক্ষুন্ন রাখা ও বিশ্বের সর্বত্র তা ছড়িয়ে দিতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন বাংলাদেশিরা |

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD