নবীগঞ্জ উপজেলার ভুবিরবাক শ্রী শ্রী রাখাল ঠাকুর গাছতলায় বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্ত সোমবার ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে । ৩ দিনব্যাপী অনুষ্টান মালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে গীতাপাঠ করেন উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল ।
কীর্তন পরিবেশন করেন,কীর্তনীয়া শ্রী মিন্টু সরকার,শ্রী দেবাশীষ দাস,শ্রী রিংকু দাশ,শ্রী বাবুল সরকার কীর্তনীয়াবৃন্দ। কীর্তন কমিটির সভাপতি অমলেন্দু সুত্রধরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অজিত সুত্রধরের সার্বিক তত্বাবধানে অনুষ্টানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম চৌধুরী বুলবুল,এড সুলতান মাহমুদ,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল,বর্তমান সাধারন সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ,
সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ,আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,ি্যবসায়ী উত্তম কুমার রায়, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলী, অধ্যক্ষ নজির আহমদ,বিধান পাল,কীর্তন কমিটির উপদেষ্টা গোপাল সুত্রধর ঝরন,
সহ সভাপতি সুরঞ্জন সুত্রধর,সাংগঠনিক নিধু সুত্রধর,অর্থ সম্পাদক বিপুল দাশ,শিক্ষক পলাশ দাশসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।
Leave a Reply