জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক পরিবেশ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ২০২২ সাল থেকে বাংলাদেশে পরিবেশ রক্ষায় ‘‘ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন ইষ্টবোর্ন নামের ইংল্যান্ড ভিত্তিক একটি সংগঠন বাংলাদেশে পবিবশ রক্ষায় কাজ শুরু করেছে।
ইতিমধ্যেই এই সংগঠনটি সিলেট বিভাগের তিনটি উপজেলায় তাদের প্রকল্প চালু করেছে। পরিবেশ রক্ষার পাশাপাশি এই সংগঠনটি দারিদ্র বিমোচন শিক্ষা ও আর্থ মানবতার সেবায় কাজ করছে। বাংলাদেশের পাশাপাশি ২০০৭ সাল থেকে আফ্রিকার দেশ উগান্ডায়ও কাজ করছে সংগঠনটি। এযাবত সংগঠনটি উগান্ডায় দারিদ্র বিমোচনের পাশাপাশি প্রায় আড়াই লক্ষ বৃক্ষ রোপন করেছে।
বাংলাদেশের পরিবেশ রক্ষায় সংগঠনটি একটি ব্যতিক্রমী প্রকল্প হাতে নিয়েছে। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও প্রকল্প পরিচালক মজম্মিল হোসেন বলেন বাংলাদেশে তারা হিজল এবং করচ বৃক্ষ রোপন করছেন, এই হিজল ও করচ বৃক্ষ পানিতেও নষ্ট হয়না, এবং পরিবেশ রক্ষায় কাজ করে। এর পাশাপাশি তারা পলিথিনবেগ ও প্লাষ্টিক দ্রব্য ব্যবহারের অপকারিতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানীর মিউনিখ সিকিউরিটি সম্মেলনে অংশ নেন। ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধ দলও এই সম্মেলনে অংশ যোগদেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ,সৈয়দ সাজিদুর রহমান ফারুক (জেনারেল সেক্রেটারি ইউকে আওয়ামী লীগ),আব্দুল আহাদ চৌধুরী (সাংগঠনিকসম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ) আ.স.ম মিসবাহ (শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইউকে আওয়ামীলীগ),
মজম্মিল রহাসেন ভাইস প্রেসিডেন্ট ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন ইষ্টবর্ন, আহমেদ মহিউদ্দিন (সংগঠন) (সোয়ানসি আওয়ামী লীগ), শিক্ষাবিদ মিসেস সৈয়দা রেখা বেগম, আফশার হুসেন (সদস্য,ইউনাইটেড ন্যাশন অ্যসোসিয়েশন ইস্টবোর্ন, মমতাজুল ফেরদৌস জোয়ার্দার (গবেষক, নুরেমবার্গ) ও বদরুল কামালী (স্পেন) প্রতিনিধি দল বাংলাদেশে তাদের প্রজেক্ট সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এই সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট ইয়েন এলসি, প্রতিষ্টাতা প্রেসিডেন্ট ডিউক অব ডেবন শায়ার, সংগঠনটির জন্ম ১৯৪৫ সালে ইংল্যান্ডে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিখে ‘ফ্রম পকেট টু প্ল্যানেট : স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় ছয়টি প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন ছাড় করতে এবং অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে সে অর্থ জলবায়ু তহবিলে জমা দিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি মিউনিখের বার্গারহাউস গার্চিং হোটেলে জার্মানি ও ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায়ও যোগ দেন। বিশ্বব্যাপী এখন সব চেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ বিপর্জয় ও যুদ্ধ। এবস বন্ধ করতে না পারলে বিশ্বে মারাত্মক বিপর্জয় নেমে আসবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply