বাংলাদেশ বাউল সমিতি হবিগঞ্জ সদর উপজেলা নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ বাউল সমিতি হবিগঞ্জ জেলা শাখার কার্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা নতুন কমিটি গঠন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সম্প্রতি হবিগঞ্জ বানিজ্যিক এলাকায় বাংলাদেশ বাউল সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হবিগঞ্জ জেলা শাখার কার্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা কমিটিতে সাজিদ পরদেশীকে সভাপতি, এম এ বাছিত কে সাধারণ সম্পাদক, ও সাইফুদ্দিন জাবেদ কে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন।
এসময় বাংলাদেশ বাউল সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও গীতিকার নজরুল ইসলাস ইয়াফিস যুক্তরাস্ট্র থাকার কারণে ভারপ্রাপ্ত সভাপতি জনাব আশিকুর রহমান মজনু শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিন্দু সূত্রধর ও সাজিদ পরদেশীর পরিচালনায় ও সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন জাবেদ এর ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক,
বাংলাদেশ বাউল সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বাউল শান্ত সরকার, হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মুতালিব মমরাজ, সিলেটের বিভাগীয় সম্বয়কারী ফিরোজ আহমদ, সিলেট জেলা বাংলাদেশ বাউল সমিতি সাধারণ সম্পাদক গীতিকার নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সভাপতি বাউল সালাম নুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার উদ্দিন রুনু, হবিগঞ্জ জেলা বাউল সমিতির সাংগঠনিক সম্পাদক জসিমুল হক সোহেল, উপদেষ্ঠা মোজাম্মেল হক বাবুল, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাবুল মল্লিক , হবিগঞ্জ জেলা বাউল সমিতির উপদেষ্টা প্রবাসী ফারুক মিয়া ও অজিদ দাশ, বানিয়াচং উপজেলা বাউল সমিতির সভাপতি মোশাহিদ জমাদার, সাধারণ সম্পাদক সাজু মিয়া ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অলক চন্দ, প্রনয় দাশ, বারুহি হাসান, মোঃ লেবু মিয়া, শাহানা আক্তার, ইতিশা, বাউলা পলি আক্তার, বিচ্ছেদি শারমিন, সুদিপ সরকার, নারায়ন গোপ, কবির মিয়া, শামছু শাহ, ইউনুস মিয়া, আলাউদ্দিন, সারোয়ার মনি মোশাহিদ, হেমা চৌধুরী, আব্দুল হাই আল-হাদী । অনুষ্ঠানে ইতি শাহ, শাহানা সহ আরো অনেকেই গান পরিবেশন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply