দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২২২টি আসনে জয়লাভ করেন এবং স্বতন্ত্র প্রার্থী ৬২টি আসনে জয়লাভ করেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হয়েছেন এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে একটি করে মোট তিনটি আসনে বিজয়ী হয়েছেন।
সূত্র : ইউএনবি
Designed by: Sylhet Host BD
Leave a Reply