বিএনপির সহ প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের বহিষ্কার চেয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির নেতারা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বেলকুচি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বহিষ্কারের দাবী জানানো হয়। বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের অবৈধ হস্তক্ষেপে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল সহ বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করা হয়।
আলীম একজন ফেসবুক নেতা। গত ২৮ অক্টোবরের পর থেকে তাকে আর রাজপথে খুঁজে পাওয়া যায়নি। তিনি আন্দোলনে মাঠে নেই। বেলকুচির যে সকল নেতারা আন্দোলনে মাঠে রয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বহিষ্কার করানো হচ্ছে। আলীৃম যাকে রাজনৈতিক শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেন কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।
আমীরুল ইসলাম খান আলীম সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালী ) আসেন বিএনপির রাজনীতি ধ্বংস করছেন। তার কারনে কেউ রাজনীতি করতে পারছেন না। তিনি একজন ব্যর্থ নেতা।
বিএনপির নেতারা বলেন, গত ২৬ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা বিএনপি বেলকুচি-এনায়েতপুর-চৌহালী উপজেলা বিএনপির ৪ নেতাকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায়। এই তালিকায় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের নাম ছিল না। অথচ তাকেও বহিষ্কার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির এই ৫ নেতাকে বহিষ্কারের প্রতিবাদ ও বহিস্কার প্রত্যাহারের দাবি জানানো হয়। ৫ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, আব্দুল ওয়াহাব প্রমুখ।
মিথ্যা অভিযোগে জেলা কমিটির সুপারিশ ছাড়াই কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল কে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চালা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতা কর্মীরা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply