১৬ই ডিসেম্বর উপলক্ষে প্রকাশ পাচ্ছে দেশের গান “রক্ত দিয়ে কিনেছি ঁএ দেশ” গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের নতুন প্রতিভাবান দশজন কণ্ঠশিল্পী ।
গানটি যৌথভাবে লিখেছেন আদনান কবির, আতিক আহমেদ ও লিপি,লেখার পাশাপাশি গানটির সুরোরূপ করেছেন আদনান কবি নিজেই, বিজয় দিবসের এই গানটিতে কন্ঠ দিয়েছেন সালমান রাজ, আব্দুল আজিজ, আদনান কবির, জিহাদ ইমরান, ওসমান সজীব,রাজু ,আজগর আলী, জে এইচ মুন্না, লিপি ও মকিবুল।
গানটির সঙ্গীতাআয়োজন করেছেন অনিম খান, গানটির চিত্র ধারণ করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রবীন্দ্র সরোবর। গানটির চিত্র ধারণ ও রংবিন্যাশ করেছেন টি জে রনি, তরুণ শিল্পীদের বিশ্বাস দেশের এই গানটি সবার মনে জায়গা করে নেবে, গানটি প্রকাশ পাচ্ছে আদনান কবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে থেকে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply