বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরোদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় প্রতাকা ও দুদক’র প্রতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।
পরে বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষন রায়, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খান, বিএসডি মহিলা আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশ্বির আহমদ, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, দারুল কোরআন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোজাম্মিল আহমদ প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, আমরা নিজেরা দুর্নীতি করব না অন্যকে ও দুর্নীতি করতে দেবনা। প্রতিটি পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধে সজাগ দৃষ্টি রাখতে হবে। সমাজ থেকে পুরোপুরি দুর্নীতি দুর করতে হলে সবাইকে এক যোগে কাজ করাসহ সকল সেক্টরকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply