“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” শ্লোগানকে সামনে নিয়ে নবীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৩ উদযাপন উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত।
নবীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার ২০ নভেম্বর সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন দাশের সঞ্চালনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব এর সার্বিক তত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন বাবুল চন্দ্র দেব।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ডাঃ তাপস সূত্রধর, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সন্তোষ কুমার চৌধুরী, পরিবার কল্যাণ স্বাস্থ্য সহকারী এনামুল হোসেন মামুন, হোসনে আরা, রোকেয়া আক্তার প্রমুখ।
উল্লেখ্য- আগামী ২৬শে নভেম্বর ২০২৩ইং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্বতির ক্যাম্প অনুষ্ঠিত হবে। সভায় জানানো হয় উপজেলায় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলির মাধ্যমে বছরে মোট ১ হাজার ৫ শত মহিলাকে সফল ডেলিভারী করানো হয়েছে।
৪নং দীঘলবাক ইউনিয়নে একজন পরিবার কল্যাণ স্বাস্থ্য সহকারী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ৩৪টি ডেলিভারী করান তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply