1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
আর্জেন্টিনাকে আক্ষেপে পুড়িয়ে মরক্কোর ইতিহাস - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে আক্ষেপে পুড়িয়ে মরক্কোর ইতিহাস

বাংলা কণ্ঠ ডেস্ক
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
আর্জেন্টিনাকে আক্ষেপে পুড়িয়ে মরক্কোর ইতিহাস

খরা কাটাতে পারল না আর্জেন্টিনা। আরো লম্বা হলো তাদের অপেক্ষা। আলবিসেলেস্তেদের হতাশায় ডুবিয়ে ইতিহাস গড়ল মরক্কো। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল আফ্রিকান দেশটি। চিলির সান্তিয়াগোতে সোমবার ভোরে হওয়া শিরোপা নির্ধারণী লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় মরক্কো। দলকে চ্যাম্পিয়ন করার পথে একাই দুই গোল করেন মরক্কোর ফরোয়ার্ড ইয়াসির জাবিরি।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হলো। এর আগে-পরে মোট ছয়বার ট্রফি ঘরে তুলেছিল তারা। তবে ২০০৭ সালের পর এই টুর্নামেন্টে আর চ্যাম্পিয়ন হতে পারেনি আকাশি-নীলরা। এদিন ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল ছিল আর্জেন্টিনার। গোলের জন্য মোট ২০টি শট নেয় তারা, তবুও জাল খুঁজে পায়নি। বিপরীতে ৪টি শট লক্ষ্যে রেখেই কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যায় ইতিহাস গড়া মরক্কো।

ম্যাচের শুরুতেই চমক দেখায় মরক্কো। ষষ্ঠ মিনিটে আচমকা আক্রমণে ডি-বক্সের মুখে গোলরক্ষককে একা পেয়ে শট করেন ইয়াসির জাবিরি। এ সময় গোলরক্ষক সান্তিনো বার্বির সঙ্গে তার সংঘর্ষ হয়। রেফারি প্রথমে ফাউল না দিলেও মরক্কো ‘গ্রিন কার্ড’ ব্যবহার করে ভিএআর রিভিউয়ের আবেদন করে। ভিএআর যাচাইয়ের পর বাবরিকে হলুদ কার্ড দেখান রেফারি। সেই সাথে মরক্কোকে দেন ফ্রি কিক।

সেই সুযোগটাই কাজে লাগান জাবিরি। বাম পায়ে জোরালো শটে প্রথমবার আর্জেন্টিনার জাল কাঁপান পর্তুগিজ ক্লাব ফামালিকাউয়ের এই ফরোয়ার্ড। ১৭ মিনিট পর ফের গোল করেন জাবিরি। পাল্টা আক্রমণে ওথমান মামার ক্রস পেয়ে বাম পায়ের ছোঁয়ায় দ্বিতীয় গোলটা পেয়ে যান তিনি।। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মরক্কো।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় মেসির উত্তরসূরীরা। ফলে আরো একবার শিরোপা আক্ষেপে ভাসতে হয় আলবিসেলেস্তেদের। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে এটিই মরক্কোর প্রথম শিরোপা। এত দিন ২০০৫ সালের আসরে রানার্স-আপ হওয়াই ছিল তাদের সেরা সাফল্য। এবার পুরনো রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়ল দলটা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD