1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীগঞ্জে 'স্বপ্নসারথি' গ্রাজুয়েশন অনুষ্ঠান - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

নবীগঞ্জে ‘স্বপ্নসারথি’ গ্রাজুয়েশন অনুষ্ঠান

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে
“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এই শ্লোগানে হবিগঞ্জের নবীগঞ্জে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)এর উদ্যোগে ‘স্বপ্নসারথি’ সদস্যদের গ্রাজুয়েশন সম্মাননা প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর  সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ সম্মাননা প্রদান করা হয়।
অফিসার সেলফ রীমা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন। অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যয় হাশেম,যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সহযোগিতা করেন সেলপ কমিউনিটি অর্গানাইজার রিতা বৈদ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও রুহুল আমীন বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের  ভূমিকার প্রশংসা করে তিনি বলেন,তোমরা যারা বাল্যবিয়ের ঝুঁকি থেকে মুক্তি পেয়েছ তারা শুধু নিজেদের নয় তারা পরিবারেরও দায়িত্ব নিতে পারবে। এবং একজন নারী সুযোগ পেলে পুরুষের চেয়েও বেশি অংশগ্রহণ করতে পারে সমাজ উন্নয়নে। গ্র্যাজুয়েট কিশোরীদের প্রতি আহ্বান জানান,  তারা ব্র্যাক থেকে জীবন দক্ষতা সেশন পেয়েছে তারা যেন তাদের আশেপাশের যত ঝরে পড়া কিশোরী রয়েছে তাদের যেন এ দক্ষতা শেয়ার করেন এবং ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব গঠনে অংশগ্রহণ করেন।
জানা যায়,সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধে ১৩ থেকে ১৭ বছরের কিশোরীদের নিয়ে স্বপ্নসারথি দল গঠন করা হয়েছে। এ দলকে নিয়ে প্রতি মাসে  জীবনদক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে ৩৮ গ্র্যাজুয়েটদের হাতে ফুল, সার্টিফিকেট ও উপহার তুলে দেয়া হয়। কিশোরীরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, সাফল্য এবং বাল্যবিয়ে প্রতিরোধে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখে।
অনুভূতি প্রকাশ করেন স্বপ্নসারথি কিশোরী সায়মা আক্তার,পপি কর,রিপা কর,তামান্না আক্তার,মেহেরুন  আক্তার,সিমা আক্তার,অভিভাবক রাশেদা বেগম,শাহেনা বেগম।
উল্লেখ্য, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) গত দুই বছরে নবীগঞ্জ উপজেলায় দশটি স্বপ্নসারথি দলে ২৫০ জনসহ সারা দেশে প্রায় ৬৫ হাজার কিশোরীকে জীবনদক্ষতা প্রশিক্ষণ প্রদান করেছে। যার উদ্দেশ্য কিশোরীদের আত্মবিশ্বাসী করে তোলা, স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করা এবং বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD