1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে বিস্ফোরক আইনে ১৫ জন নামসহ অজ্ঞতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

নবীগঞ্জে বিস্ফোরক আইনে ১৫ জন নামসহ অজ্ঞতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে বিস্ফোরক আইনে ১৫ জন নামসহ অজ্ঞতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের
নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মিনাজপুর থেকে ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে নবীগঞ্জ  পুলিশ।গত ৮ নভেম্বর  বুধবার রাত১০টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কে বা কারা মহাসড়কের উপর গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ পালন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে পুলিশ এক অভিযান চালায়। পুলিশের অভিযানে ওরা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশী চালিয়ে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেইটের কাছে একটি খাল থেকে ৪টি পেট্রোল বোমা,ও বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করে।
এ ঘটনায় গত বুধবার রাত অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ৩ জনকে। গ্রেফতারকৃতরা হলেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক   মঈনুল ইসলাম(৩৪) ইউনিয়ন নেতা রিপন মিয়া, থানার মামলা নং-০৪,ধারা-১৪৩/৩৪১/১১৪/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৪পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরকদ্রব্য আইনের ৩/৪/৬ ধারা মোতাবেক মামলা রুজু হয়েছে।
অপর দিকে নবীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরী(৭০)কে বুধবার রাতে নবীগঞ্জ থানার মামলা নং-১৩,১৬/১১/২০২২খ্রিঃ, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রবাদি আইনের ৩/৪ ধারার মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। উক্ত মামলায় গ্রেফতারকৃত সহ এজাহারনামীয় আসামী ১৫ জন এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জন এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD