লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় লাখাই থানা কমপ্লেক্স প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং লাখাই কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান।
ওসি তদন্ত চম্পক দামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লাখাই থান ওসি মোঃ নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, আলেয়া বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, বামৈ ইউনিয়ন চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, মোড়াকরি ইউপির চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল,
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নেছা, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, নুরুজ্জামান মোল্লা, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাংবাদিক আব্দুল হান্নান,বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দীন আহমেদ দুলদুল প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পুলিশের এ এস আই আবেদ আলী, গীতা পাঠ করেন প্রানেশ রঞ্জন গোস্বামী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply