পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দের জন্য গঠিত কমিটিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অয়ন চন্দ সভাপতি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গালিব ইফতেখার রাহাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২২-২০২৩ খ্রিস্টাব্দের সভাপতি আশহার ইনতেযাম তাহবির এবং সাধারণ সম্পাদক নাঈমুস সাকিব স্বাক্ষরিত পত্রে এই পরিষদ আগামী এক বছর মেয়াদের জন্য অনুমোদন করা হয়। এই নির্বাহী পরিষদের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থী মুহসিম জামিল ।
নতুন নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি তানভীর আহমেদ শুভ (শাবিপ্রবি) এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান অন্তর (কুবি), সাংগঠনিক সম্পাদক (সাধারণ) অতিকুল্লাহ (রাবি), সাংগঠনিক সম্পাদক (শিক্ষা) মাহদী জামান মোমেন (শাবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি) পুষ্পিতা তালুকদার ভাষা (জাককানইবি), সাংগঠনিক সম্পাদক (সভা) রাকিব হাসান নোমান (চবি),
অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন (চবি) , প্রচার সম্পাদক আসহাব লাবিব ( চুয়েট), সেমিনার বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম শান্ত ( রাবি), দপ্তর সম্পাদক মোঃ ইসফাক আলী ( শাবিপ্রবি), উন্নয়ন বিষয়ক সম্পাদক আহমেদ কবির হৃদয় (জাবি) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মলয় ব্যানার্জি (শাবিপ্রবি),
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমাইয়া মারিয়া (রাবি) গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিনায়ক রায় অপু (শাবিপ্রবি), সমাজসেবা বিষয়ক সম্পাদক ওয়াজিব আদনান, শিল্প বিষয়ক সম্পাদক পাপন দেব (জাককানইবি), পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম তরিকুল ইসলাম ( শাবিপ্রবি )।
উক্ত নির্বাহী পরিষদে বিভিন্ন বিষয়ে ৫৪ জন এবং আরো ৪১ জন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply