হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয়, গরীবের মুখে হাসি ফুটে । তিনি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ, সংযোগ, বয়স্ক ভাতা , বিধবা ভাতা , প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষাবৃত্তি, ভিজিডি, ভিজিএফ সুবিধাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে।
দেবপাড়া ইউনিয়নসহ নবীগঞ্জ-বাহুবলে বিগত ৫ বছরে বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক কাজ প্রক্রিয়াধীন আছে, টেন্ডার প্রক্রিয়া শেষে কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ অক্টোবর সোমবার বিকেলে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেবপাড়া ইউনিয়নের উন্নয়নে কথা তোলে ধরে সংসদ সদস্য বলেন- দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ২ তলা ও ৪ তলা ভবন, রুস্তমপুর মাদ্রাসা ভবন, বড়বাড়ি, ফরিদপুর, ঝিটকা, রুদ্রগ্রাম, ঝিটকা, ফরিদপুর, বৈঠাখাল, ভড়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বৈঠাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর, এলজিইডির মাধ্যমে রুস্তমপুর-গেরারাই বাজার সড়ক মেরামত, ভানুদেব-কালাভরপুর সড়ক মেরামত,
আমকোনা-ফরিদপুর স্কুল সড়ক মেরামত, দেবপাড়া ইমামগঞ্জ বাজার ভায়া পুদিনাপুর সড়ক , নতুন বাজার-ভরারী সড়ক মেরামত, সদরঘাট নতুন বাজার ইটাখোলা সড়ক, দেবপাড়া বাজার থেকে বিজনা স্টীল ব্রিজ পর্যন্ত নতুন সড়ক, বালিদ্বারা বাজার হইতে কায়স্থগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার, বালিদ্বারা বাজার হইতে ইমামগঞ্জ বাজার ব্রীজ পর্যন্ত সড়ক মেরামত, আমোকোনা হইতে ফরিদপুর সড়ক নির্মাণ, রুদ্রগ্রাম-মাঠবনগাও নতুন সড়ক, দেবপাড়া মসজিদ হইতে ফাগুয়ার খাল পর্যন্ত রাস্তা আরসিসি সড়ক, দেবপাড়া বাজারে আরসিসি সড়ক।
দেবপাড়া গাজীবাড়ী জামে মসজিদ সংস্কার, বালিদ্বারা বাজার জামে মসজিদ সংস্কার, বৈঠাখাল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা মসজিদ সংস্কার, মাঠ বনগাঁও জামে মসজিদ সংস্কার, ডাঃ খালেদুজ্জামান চৌধুরী জামে মসজিদ সংস্কার বালিধারা কবরস্থান সংস্কার, বালিধারা ঈদগাহ সংস্কার, রুস্তমপুর আলমদিনা জামে মসজিদ সংস্কার, ধর্মনগর জামে মসজিদ সংস্কার, উত্তর কবুলেশ্বর জামে মসজিদ সংস্কার, গোপলারবাজার মন্দির সংস্কার করা হয়েছে।
স্ট্রীট লাইট- ৪৯ টি, কাবিটা-কাবিখা বরাদ্দ- ৬৫ টি, টিআর বরাদ্দ ১৮০ টি, বিজনা নদীর ২২ কিলোমিটার খনন কাজ চলমান, ফাগুয়ার খাল খনন, গোপলার বাজার খাল খনন। এছাড়া বিজনা বাঁশ বাজার হইতে কায়স্তগ্রাম বাজার পর্যন্ত রাস্তা, বশর মিয়ার বাড়ি হইতে টনু মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা, মোঃ জহুর উদ্দিনের বাড়ি হইতে চৌকিদার বাড়ি পর্যন্ত রাস্তা, মোঃ একরাম উদ্দিন এর বাড়ি হইতে ফাগুয়ার খাল পর্যন্ত রাস্তা নির্মাণ, রাসেল মিয়ার বাড়ি সামন থেকে সদরঘাট ভড়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
উন্নয়ন সভায় দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত ও মুহিবুর রহমান রুকুতের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ।
জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবিন্দ্র কুমার পাল, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গোল আহমেদ কাজল, যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ মাক্কু,
উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শাহানুর আলম ছানু, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলী, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,
দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ রেজা প্রমুখ।
উন্নয়ন সভায়- দেবপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্ব-স্ব ওয়ার্ডে বর্তমান সরকারের হওয়া উন্নয়ন তোলে ধরেন।
Leave a Reply