নবীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ অক্টোবর সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
পরে র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বুরহান উদ্দিন ভুইয়া, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, ইউপি সচিব মাওঃ আব্দুল আহাদ ও মোঃ শাহজাহান মিয়া, নাজির আব্দুল কাইয়ুমসহ উপজেলার কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply