নবীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত উন্নয়ন মেলা গত রোববার ১৭ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। গতকাল সমাপনী দিনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আলম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, উপজেলা প্রজীপ কর্মকর্তা সাকিল আহমদ, উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং মেলায় ৩ দিনেই গান পরিবেশন করেন নবীগঞ্জ উপজেলার আনন্দ নিকেতনের শিল্পীগণ।
Leave a Reply