হবিগঞ্জের লাখাইয়ে ৩দিন ব্যাপি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩এর শুভ উদ্বোধন করা হয়েছে। বর্তমান সরকারের নানামুখি উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরার লক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রসাশনের উদ্যোগে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বর্ণীল ও মনোজ্ঞ আয়োজনে তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে বের হয় বর্ণাঢ্য র্যালি।
পরে বিকাল সাড়ে সাড়ে ৪টার দিকে ” সেবা ও উন্নতির দক্ষ রুপকার -উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পঃপ কর্মকর্তা গৌতম রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, ওসি তদন্ত চম্পক দাম, ইউপি চেয়ারম্যান খোকন গোপ, আব্দুল কুদ্দুছ, আজাদ আহমেদ ফুরুখ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সাংবাদিক বাহার উদ্দিন আশীষ দাশ গুপ্ত প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply