লাখাইয়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,রাজনীতিবিদ, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট দেবী চান্দ।
ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে বৃহস্পতিবার ব দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভায় ভিশন বাস্তবায়ন ও হবিগঞ্জের তথা দেশের উন্নয়ন কার্যক্রম তুরান্নিত করতে সকলকে দায়িত্বশীলতার সাথে কাজের আহবান জানিয়ে সকলের সহযোগীতা কামনা করেন জেলাপ্রসাশক দেবী চান্দ।
এসময় তিনি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন,ভিশন ৪১ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, বিশ্বের দরবারে আমাদের দেশের শক্ত অবস্থান গড়ে তুলতে হলে সুশিক্ষিত ও দক্ষ জনবলের বিকল্প নেই।
এসময় তিনি সন্তানদের লেখা পড়ার ব্যপারে অভিভাবকের বিশেষ নজর রাখতে এবং মোবাইল ব্যবহারে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করে পড়াশোনায় আরো মনোযোগ বৃদ্ধির আহবান জানান।
আগামী সংসদ নির্বাচন হবে গনতান্ত্রিক প্রক্রিয়ায়উল্লেক করে আসন্ন দুর্গা পুজায় ও নির্বাচনে আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি যেন বজায় থাকে সে ব্যপারে সর্তক নির্দেশও দেন তিনি।
গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন মত বিনিময় সভার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড: মুশফিউল আলম আজাদ।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, প্রঃ শিঃ প্রাণেশ গোসামি,মামুনুর রশিদ চৌঃ,লিটন সুত্রধর, লাখাই প্রেসক্লবাের সাঃ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, লাখাই সুজনের সাধারন সম্পাদক বাহার উদ্দিন,ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, ওসি মোঃ নুনু মিয়া, এমএ মতিন মাষ্টার, কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান।
Leave a Reply