যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মমাস উপলক্ষ্যে ভাদ্র পরিক্রমার তৃতীয় দিনে নবীগঞ্জ মধ্যবাজার মার্তৃৃ বস্ত্রালয়ে সিন্ধু পাল ও রীনা পালের উদ্যোগে রবিবার রাতে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে সৎসঙ্গ অধিবেশন অণুষ্টিত হয়।
অনুষ্টানালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলনে ,
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল,সাবেক সভাপতি অজিত কুমার দাশ,সাবেক সভাপতি তাপস বনিক, কানু লাল দাশ,নরেশ দাশ,শংকর কুমার গোপ,প্রদীপ দাশ,নিতেশ দাশ,সজল চন্দ্র দেব, রিংকু রায়,রতন সরকার, জয়হরি দেব,লীলা সরকার,নবারুন দাশ প্রমূখ। বক্তারা আচার্য্য কেন্দ্রীক ইষ্টপ্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন সবশেষে আনন্দবাজারে প্রসাদ বিতরন করা হয়।
Leave a Reply