জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট নিহত পরিবারের সকল সদস্যদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে ১৪ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭ টায় নবীগঞ্জ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন করা হয়।
নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় এবং সাধারন সম্পাদক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল এর সার্বিক তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ,অসিত বরন পাল, পবিত্র বনিক,
৪ নং দীঘলবাক ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নৃপেন্দ্র দেব,সাধারণ সম্পাদক স্বপন সুত্রধর,৯নং বাউসা ইউনিয়ন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দাশ,১১ নং গজনাইপুর ইউনিয়ন কমিটির সভাপতি অঞ্জন ধর,সাধারণ সম্পাদক জিতেন্দ্র বৈদ্য,৭নং করগাও ইউনিয়নের সভাপতি জয়ন্ত দাশ,তনুজ রায়,নেপাল পাল,বিধান পাল, বিপুল দাশ প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply