সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক সাধারন সভা ২৯ জুলাই শনিবার বিকালে নবীগঞ্জ বাজার কেন্দীয় গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্টিত। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্রী উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৎসঙ্গের প্রচারক সহ প্রতি ঋত্বিক শ্রী নিরঞ্জন চন্দ নেপাল।
এতে প্রধান বক্তা ছিলেন,সৎসঙ্গ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক শ্রী সুনীল চন্দ্র দাশ,বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সৎসঙ্গ উৎসব কমিটির সাধারন সম্পাদক এডভোকেট অর্জুন চন্দ্র রায়। সভায় বক্তব্য রাখেন অরুন বিজয় দাশ,স্মৃতি ভূষন দাশ, অবঃ শিক্ষক গীতেন্দ্র কুমার দাশ,অমিয় রায়,বিধু ভূষন গোপ,তাপস বনিক, শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর,মৃম্ময় কান্তি দাশ বিজন,কমলা কান্ত আচার্য্য,শিক্ষক হরিপদ দাশ, অঞ্জন পুরকায়াস্থ,রশময় শীল,
শিক্ষক সুবিনয় পুরকায়াস্থ, শিক্ষক সুব্রত দাশ,নরেশ দাশ,রতিশ দাশ, নারায়ন সরকার,শংকর চন্দ্র গোপ,তনয় কান্তি ঘোষ অনজন, শংকর চন্দ, রবীন্দ্র দাশ সেলাই, নিতেশ দাশ,শিক্ষক পলাশ দাশ,শিক্ষক সঞ্জয় ধাম,সজল দেব,শিক্ষক নারায়ন দাশ, গোপেন শীল,শিক্ষক নয়ন দাশ,জয়হরি দেব প্রমুখ।
সভায় ১ম অধিবশেন সমাপ্তি করে ২য় অধিবেশনে বিষয় নির্ধারনী কমিটি গঠনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে শ্রী মৃম্ময় কান্তি দাশ বিজনকে সভাপতি শ্রী রশময় শীলকে সহ সভাপতি শ্রী উত্তম কুমার পাল হিমেলকে সাধারন সম্পাদক,শ্রী অঞ্জন পুরকায়স্থকে সহ-সাধারণ সম্পাদক,শ্রী তনয় কান্তি ঘোষ অনজনকে অর্থ সম্পাদক,শ্রী সঞ্জয় কুমার ধামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সুন্দর ও সুষ্টভাবে নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গ কমিটি গঠনের জন্য সৎসঙ্গ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা ও নবীগঞ্জ উপজেলা শাখার সকল স্তরের নের্তৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply