1. sm.khakon@gmail.com : bkantho :
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

আমাদেরও এক দফা, শেখ হাসিনার অধীনে নির্বাচন : কাদের

ডেস্ক নিউজ
  • বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে
আমাদেরও এক দফা, শেখ হাসিনার অধীনে নির্বাচন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে পরাজিত হবে, ভেসে যাবে, সেজন্য তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না। তাদের এক দফা- শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও এক দফা- শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়।

বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন শেখ হাসিনার আমলেই হবে, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কারো কর্মসূচিতে বাধা দেবে না। কিন্তু কেউ আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে এলে প্রতিহত করব। বাংলাদেশ কোনো অপশক্তির সাথে আপস করবে না। যাদের হাতে রক্তের দাগ, তাদের সাথে আপস বা সংলাপ নয়।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD