1. sm.khakon@gmail.com : bkantho :
সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে প্রবাসীদের মিষ্টিমুখ - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে প্রবাসীদের মিষ্টিমুখ

মতিয়ার চৌধুরী
  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে
সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে প্রবাসীদের মিষ্টিমুখ

২১জুন অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে লন্ডনসহ সমগ্র যুক্তরাজ্যে প্রবাসীদের মাঝে বইছে আনন্দের বন্যা।  তার বিপুল ভোটে বিজয়ী হওয়ার খবর লন্ডনে এসে পৌঁছালে তাৎক্ষনিক ভাবে যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ সহ প্রবাসীদের এক মিস্টিমুখ ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী ক্যাম্পেইন কমিটির  উদ্যোগে গতকাল ২১জুন বুধবার বিকেলে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজল হুসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান ফয়েজ এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ। তিনি তার বক্তব্যে বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়লাভ করে ১০ বছরের ডুবন্ত নৌকাকে উদ্ধার করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে যুক্তরাজ্য প্রবাসীদের আশা আকাঙ্কার প্রতিফলন ঘটবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুদ্দীন রিয়াজ,যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া,সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া,ময়নুল হক,সৈয়দ আহসান,সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ,আক্তার আহমদ রিবু, সৈয়দ আজিজুর রহমান শামীম, ফয়জুর রহমান চৌধুরী মোস্তাক,মদব্বীর হোসেন চুন্নু, জোবায়ের আহমদ, বাবুল খান,রাজু রাজু মন্তর আলী , সাইফুল ইসলাম আবু লেইস,নাছার আহমেদ,সেলিম আহমদ লুদু, রাসেল আহমেদ জুয়েল, মিজানুর রহমান, আনোয়াসমাধরর খান, দুলাল আলম,আলী আকবর চৌধুরী,সুয়েজ মিয়া,কবিরআহমেদ,প্রমুখ। এছাড়াও এই আনন্দ  সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্য প্রবাসী এবং  সিসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ছাড়াও কার্ডিফ, মানচেষ্টার , বার্মিংহ্যাম, নর্থহ্যামটন সহ বিভিন্ন শহরে দলমত নির্বিশেষে প্রবাসীরা একে অন্যের মাঝে মিষ্টি বিতরন ও আনন্দ উল্লাস করেছেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, নর্থহ্যামটনের বিশিষ্ট কমিউনটি নেতা এম এ রউফ, কার্ডিফের বিশিষ্ট সাজসেবী মনসুর আহমদ মকিস  বলেন এই বিজয় সকল প্রবাসীর। আনোয়ারুজ্জামান চৌধুরী তার যোগ্যতা বলেই বিজয়ী হয়েছেন। দীর্ঘ দিন যাবত জন্মভূমিতে প্রবাসীরা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়ে আসছেন, তা অবশ্যিই লাঘব হবে। আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। তার দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন এটি আমাদের বিশ্বাস। আমরা তার সর্বাঙ্গিন সফলতা কামনা করি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD