হবিগঞ্জের লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম.কম শেষ বর্ষের ছাত্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদের সদস্য প্রোটন দাশ গুপ্তের ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জুন বিকেলে উপজেলার স্বজনগ্রামে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের নিজ বাসভবনে লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ সভাপতিত্বে লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান এমরান এর পরিচালনায় শোক সভা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, লাখাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল আহাম্মদ, লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক তৌহিদ মোল্লা, বাংলাদেশ
ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের কোষাধ্যক্ষ স্বর্ণা রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ইমদাদ মোহাম্মদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক নিপু ভৌমিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মাহমুদা খাঁ,
সাংবাদিক কাওছার আহাম্মদ, লাখাই ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মুসলমান মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, অবচরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দীন, সাংবাদিক মাসুক মিয়া , সাংবাদিক আক্তার মিয়া, ফরিদুল ইসলাম প্রমূখ।
স্বাতম বক্তব্য রাখেন, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত প্রমুখ। পরে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়
Leave a Reply