নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হবিগঞ্জ মিতালী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে ২ মাস মেয়াদী দর্জি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন ২ জুন শুক্রবার সকালে বিদ্যালয় মিলানায়তনে অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং মিতালী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল আউয়ালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউস্নিলর যুবরাজ গোপ,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম,বর্তমান সহ সভাপতি মোঃ কবির মিয়া,বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন,সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ, সহকারী শিক্ষক শুভ্রা পালসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় মিতালি টেকনিক্যাল সেন্টারের প্রশিক্ষকসহ প্রায় ২ শতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply