1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত ॥ পৌর ছাত্রলীগ সেক্রেটারী কারাগারে - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

নবীগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত ॥ পৌর ছাত্রলীগ সেক্রেটারী কারাগারে

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
নবীগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত ॥ পৌর ছাত্রলীগ সেক্রেটারী কারাগারে

নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র কাউছার চৌধুরী পাবেলকে ছুরিকাঘাতের ঘটনায় নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান তালুকদার দীর্ঘ ১৮ দিন ধরে কারাগারে থাকায় একদিকে যেমন দলীয় কার্যক্রম ব্যহত হচ্ছে অপরদিকে শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার পরও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পৌর ছাত্রলীগ কর্মীরা।

জানা যায়- গত ২০ এপ্রিল বিকাল ৪টার দিকে মধ্যেবাজারের আব্দুল কায়ুম চৌধুরীর ছেলে নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র কাউছার চৌধুরী পাবেল তার মায়ের জন্য ঔষধ আনার জন্য নবীগঞ্জ শহরের ওসমানীস্থ মিলন মেডিকেল হল এর সামনে পূর্ব পরিকল্পিতভাবে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান তালুকদারের নেতৃত্বে তার চাচা পাঞ্জারাই গ্রামের শফিকুর রহমান তালুকদারের পুত্র সানি তালুকদার সহ কাউছার চৌধুরী পাবেলকে ছুরি কাঘাত করে মারাত্মক (গ্রিভিয়াস) জখম করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওইদিন রাতেই কলেজ ছাত্র কাউছার চৌধুরী পাবেল এর পিতা- আব্দুল কায়ুম চৌধুরী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মারামারি মামলা দায়ের করলে তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরদিন ২১ এপ্রিল জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, আবিদ হাসান তালুকদার নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন মারামারি ও শৃংখলা পরিপন্থী কাজে জড়িত হয়েছে। গত বছরের ২২ ডিসেম্বর তার আপন চাচা কালিছ মিয়াকে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট এলাকায় বাগবিতন্ডার একপর্যায়ে চাচাকে ছুরিকাঘাত করে আবিদ। এতে তিনি গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আবিদ হাসানকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন আহত কালিছ মিয়ার ভাই শাহেদ মিয়া বাদী হয়ে আবিদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর আবিদকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

তার বিভিন্ন শৃংখলা পরিপন্থী কাজে নবীগঞ্জ শহরসহ উপজেলাজুড়ে আতংক সৃষ্টি হয়েছে, এছাড়াও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কারাগারে থাকায় সংগঠনের বিভিন্ন কাজ বাধাগ্রস্থ হচ্ছে বলেও জানায় পৌর ছাত্রলীগ কর্মীরা। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী করছেন সচেতন মহল ও ছাত্রলীগ কর্মীরা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD